Wellcome to National Portal
Main Comtent Skiped

Vission Mission

গুণগতমান, দক্ষ ব্যবস্থাপনা এবং সম অংশগ্রহণমূলক মাধ্যমিক শিক্ষার মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জেলা শিক্ষা অফিস এর জন্ম। জেলা শিক্ষা অফিস প্রধানত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসাসূহের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত থাকলেও সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নানাবিধ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেমন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, এনটিআরসিএ, ব্যানবেইস, নায়েমসহ মাধ্যমিক শিক্ষা খাতে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প প্রধানত জেলা শিক্ষা অফিসের মাধ্যমেই তাদের কর্মকান্ড পরিচালনা করে থাকে। শিক্ষামন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও আঞ্চলিক অফিসের মাধ্যমে প্রাপ্ত যাবতীয় নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের মূল দায়িত্ব জেলা শিক্ষা অফিসের উপর ন্যস্ত। এ ছাড়া মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ জেলা শিক্ষা অফিসের কর্মকান্ডের একটি অন্যতম দিক। জেলার শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে জেলা প্রশাসনকে সহায়তা প্রদান, জেলার বিভিন্ন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন, শিক্ষা সংশ্লিষ্ট অনিয়ম ও দুর্নীতি রোধে ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরণ, বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন ও জেলা শিক্ষা অফিসের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ মনিটরিংসহ উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসের কর্মকর্তা/কর্মচারীদের কর্মকান্ড নিয়ন্ত্রণ ইত্যাদির ফলে  জেলা শিক্ষা অফিসের কাজের ব্যাপকতা ও বিস্তৃতি বর্তমানে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। মূলত: জেলা শিক্ষা অফিসের জনবল সীমিত, যার বেশির ভাগই শূণ্য। সীমিত ও স্বল্প জনবল দ্বারা এ ব্যাপক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে শূন্য পদসমূহ পূরন করলে কাজের গতি বৃদ্ধি পাবে।